Your Desired Everything Is Here

Articles by "Online Earning"

Earn with admob: Part-2: Create apps and place admob ads by android or PC:
আজকে আমরা এডমোব দিয়ে আয়ের ২য় পর্ব নিয়ে অর্থাত্ কিভাবে আপনি এন্ড্রয়েড বা পিসি ব্যাবহার করে এপ বানাবেন এবং তা সম্পুর্ন কোডিং ছাড়া।

তো আজকের পর্ব শুরু করার আগে যারা আগের পর্ব এখনো দেখেন নি তারা এখান থেকে দেখে নিনঃ
earn with admob part-1: perfect way to create admob account and ads unite

এখন আমরা দেখব কিভাবে এন্ড্রোয়েড কিংবা পিসি দিয়ে সম্পুর্ন কোডিং ছাড়া এপ তৈরি করতে হয় এবং তাতে এডমোব এডস বসিয়ে আয় করতে হয়।

প্রথমে আপনি যদি এন্ড্রোয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে প্লেস্টোর থেকে puffin browser টি ডাউনলোড করে নিতে হবে। পিসি ইউজার রা যেকোনো ব্রাউজার ব্যাবহার করতে পারেন।

এরপর আপনাকে www.gold.appybuilder.com /beta.thunkable.com /appinventor.com/ এই সাইট গুলোর যেকোনো একটি উপেন করে নিতে হবে।

এর পর সেখানে দেওয়া বিভিন্য টেম্পলেট ড্র‍্যাগ-ড্রপ করে আপনাকে এপ এর মডেল তৈরি করতে হবে।

শুধু লিখে এপ তৈরি বুঝানো সম্ভব হবে না তাও আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের সাহায্ করার জন্য।

এপ  তৈরি করতে কোন সমস্যা হলে কমেন্ট করুন।যদি ভিডিও টিউটোরিয়াল লাগে বলবেন।

সবাইকে ধন্যবাদ

how to earn money online: Part-4:Create Niche Websites:


What is niche website?

Niche Website হলো একটি ছোট্ট ওয়েবসাইট যা একটি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয় যা লক্ষ্যকারী দর্শকের জন্য দরকারী ও আকর্ষণীয় উভয় বিষয়ের সাথে প্রাসঙ্গিক সমস্ত তথ্য গুলো শেয়ার করে।

একটি niche website কয়েক পৃষ্ঠা বা এমনকি পাতা শত শত কুপন আকারের উপর নির্ভর করে হতে পারে।

Suitable For - 

1. একটি বড় ডোমেইন মধ্যে একটি খুব নির্দিষ্ট বিষয় একটি বিষয়ে যাদের আগ্রহ আছে ।

উদাহরণস্বরূপ যোগব্যায়ামের মতো বড় একটি ডোমেনে, আপনি নির্দিষ্ট উপ-ডোমেন নির্বাচন করতে পারেন যেমন 'ওজন কমানোর জন্য যোগব্যায়াম'।

2. যারা কথা বলতে, লিখতে, ব্যাখ্যা করতে এবং ব্যাখ্যা করার ক্ষমতা রাখে।

Skills Required - 

1. ওয়ার্ডপ্রেস, ব্লগার বা অন্যান্য উপলব্ধ সফটওয়্যার এবং সরঞ্জাম ব্যবহার করে নির্দিষ্ট উপ ডোমেইন উপর ভিত্তি করে নিছের ওয়েবসাইট তৈরি করার ক্ষমতা।

সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করে কৌতুক ওয়েবসাইট প্রচারের ক্ষমতা। 

Time Required For Starting A Niche Website -

আপনি একটি দিন ভিতরে একটি নিছি ওয়েবসাইট শুরু করতে পারেন। কিন্তু ওয়েবসাইটের জন্য একটি ভাল কন্টেন্ট তৈরি করতে অনেক সময় সময় নিতে পারেন।

Tips -

1. আপনি অনেক Niche সাইটের ধারণাগুলি লিখতে পারেন, উপ-ডোমেন ব্যবহার করে যা আপনাকে সর্বাধিক আগ্রহ সৃস্টি করে।

2. নিম্নোক্ত প্রশ্নের জবাব পাওয়ার উপর ভিত্তি করে আপনার ধারণাটি লিখা শুরু করুন:
  • আপনার নিছি শ্রোতাদের চাহিদা কি?
  • আপনার শ্রোতা নিছি সংক্রান্ত পণ্য ক্রয়ের জন্য টাকা খরচ জন্য আগ্রহী কি না?
  • আপনি আপনার সাইটে যে পণ্যের পর্যালোচনা করছেন সে বিষয়ে একাধিক পণ্য আছে কি না?
  • 50% কমিশন প্রদান করবে এমন অ্যাফিলিয়েট প্রোগ্রাম নির্বাচন করুন?
  • আপনার বিনিয়োগ বাজেট কত?
3. 1000 শব্দ ধারণকারী সমৃদ্ধ বিষয়বস্তু অন্তত 10 বিষয়ে নিবন্ধ তৈরি করুন, এই নিবন্ধগুলি আপনার লক্ষ্যপূর্ণ শ্রোতাররা মান প্রদান করবে।

4. অন্তত ২ টি এফিলিয়েট প্রোগ্রামের জন্য সাইন আপ করুন যা 50% কমিশনের সাথে আপনার কয়েনের সাথে সম্পর্কিত পণ্যগুলি অফার করে।

5. কিওয়ার্ড গবেষণা করুন এবং কমপক্ষে 15-20টি নিখরচায় প্রাসঙ্গিক অনুসন্ধান পদগুলি সন্ধান করুন এবং তাদের জন্য আপনার সাইটকে সাবমিট করার চেষ্টা করুন।

6. আপনার নিছিতে কর্তৃপক্ষ ব্লগের মালিকদের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করুন এবং গেস্ট ব্লগিং সুযোগ সন্ধান করুন।

How To Monetize - 

আপনার সাইটের কন্টেন্ট এবং সাইডবারে অধিভুক্ত লিঙ্ক স্থাপন করে আপনার নিছি ওয়েবসাইটের বিষয় প্রাসঙ্গিক পণ্য প্রচার করুন।

এসইও, ফোরাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং পেইড বিজ্ঞাপনগুলি করে আপনার সাইটে আরও দর্শক পেতে চেষ্টা করুন।

যত বেশি মানুষ আপনার নিছি সাইট পরিদর্শন এবং আপনার অধিভুক্ত লিঙ্ক এর মাধ্যমে পণ্য কিনবে, তত বেশি অর্থ আপনি আয় করতে পারবেন।

প্রতিটি সাইটের সঙ্গে আরো 10 নিছি ওয়েবসাইট তৈরি করে সংযোগ করে রাখুন এতে আপনার যে সাইট থেকে $ 500 অধিভুক্ত কমিশন পেতেন সেখানে এক মাসে $ 5000  আয় হতে পারে


How to earn money online: Part-3: Affiliate Marketing:


অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

এফিলিয়েট মার্কেটিং হল এক ধরনের কর্মক্ষমতা-ভিত্তিক বিপণন যা একটি ব্যবসা গ্রাহকের দ্বারা কেনা প্রতিটি পণ্যের জন্য নির্দিষ্ট শতাংশের কমিশনকে অ্যাফিলিয়েট-এর নিজস্ব বিপণন প্রচেষ্টা দ্বারা আনে।

যাদের জন্য উপযুক্ত -

যারা কথা বলতে, লিখতে, ব্যাখ্যা করার এবং ব্যাখ্যা করার ক্ষমতা রাখে,

যে সকল দক্ষতা দরকার -

সোশ্যাল মিডিয়া, ভিডিও, বিজ্ঞাপন, ইত্যাদি ব্যবহার করে পণ্যের অনলাইন প্রচারের ক্ষমতা।

Affiliate Marketing শুরু করার জন্য উপযুক্ত সময় -

কমপক্ষে একটি ঘন্টা আপনাকে একটি কাজের জন্য বেছে নিতে হবে। আপনি যদি শুধুমাত্র একটি অনলাইন পণ্য নির্বাচন করতে চান যা আপনাকে নির্দিস্ট কমিশন প্রদান করবে যখন আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি ব্যবহার করে এটি প্রচার এবং বিক্রয় করবেন।

পরামর্শ -

1. আপনার সাথে ভাল পরিচয় আছে এমন ডোমেন থেকে একটি অনলাইন পণ্য নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ডেটিটিজেন হন তাহলে খাদ্যের সাথে সম্পর্কিত একটি পণ্য নির্বাচন করুন।

2. পণ্যগুলি খুঁজে পেতে এই সাইট গুলো দেখুন: Clickbank.com, Shareasale.com, Jvzoo.com। এই ওয়েবসাইটগুলিতে একাধিক ডোমেইন থেকে তালিকাভুক্ত হাজার হাজার পণ্য আছে।
3. একটি পণ্য চয়ন করুন যে আপনাকে প্রতিটি বিক্রয় কমপক্ষে 50% কমিশন প্রদান করে।
4. বেশিরভাগ পণ্য ওয়েবসাইট অ্যাফিলিয়েট লিঙ্ক নিজেরাই তৈরি করে এবং পেউটেনস হ্যান্ডেলও করে, তাই আপনি আপনার কমিশন পাবেন কিভাবে সম্পর্কে চিন্তা করতে হবে না।

শুধু আপনার কাস্টম অধিভুক্ত লিঙ্ক যেটি বিক্রেতার দ্বারা তৈরি করা হয়েছে সেটি প্রচার শুরু করুন।
5. আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে তাত্ক্ষণিক অর্থ উপার্জন করতে চান, তবে ফেসবুক, টুইটার, ডিগ, স্টিমুলবুন এবং রেড্ডিটের মত সামাজিক সাইটগুলিতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি প্রচারের চেষ্টা করুন।

কিভাবে নগদীকরণ করবেন -

নগদীকরণ করা সহজ, শুধু আপনার অধিভুক্ত লিঙ্কের মাধ্যমে আরো মানুষ যাতে পণ্যটি কিনে সেজন্য লিংক টি শেয়ার করুন।

পণ্য প্রচারের উদ্দেশ্যে একটি ফেসবুক পাতা বা ব্যানার বিজ্ঞাপন তৈরি করুন।

মানুষ কিভাবে তাদের পণ্য তাদের সমস্যা সমাধান করতে সাহায্য করবে বলুন।

ডোমেন সম্পর্কে মানুষের জ্ঞান উন্নত এবং অন্যান্য সম্পর্কিত সমস্যার সমাধান করতে তাদের সাহায্য করুন।


How to earn money online: part-2: starting a new blog:

ব্লগিং হলো বাড়ীতে বসে থেকে অর্থ উপার্জন করার সবচেয়ে সহজ উপায়।

অন্য কোনও চাকরির মত, আপনি যদি বাড়ি থেকে ব্লগিং করেন আপনাকে ৯-৫ টা পর্যন্ত কাজ করতে হবে না।

আপনি সহজে যে কোন দিন যে কোন সময় কাজ করতে পারেন।

কিন্তু ব্লগিং আপনার জন্য অর্থ উপার্জন শুরু করার আগে সময় সম্পর্কে সচেতন হতে হবে।

তাই আমি আপনাকে এই ক্ষেত্র একটু ধীরে ধীরে কাজ শুরু করার জন্য সুপারিশ করব।

আপনি যদি একদিন করে পরে আর কাজ না করেন তাহলে হবে না, আপনাকে প্রতিদিন কাজ করতেই হবে বিষয়টি এরকম ও নয় কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে তাই আপনার ব্লগের সাথে পার্ট টাইম শুরু করুন।

এবং যখন আপনার ব্লগে কাজ করার ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার ব্লগে ভালো পরিমান আয় হওয়া শুরু হবে তখনি আপনার ব্লগিং করার ধরন পাল্টে দিন। পার্টটাইম কাজের বদলে ফুলটাইম কাজ শুরু করুন।দেখবেন আপনার ব্লগটি আপনার জীবন বদলে দিবে।

যারা জন্য ব্লগিং করার জন্য উপযুক্ত -
যারা লিখতে ভালবাসে এবং বিশ্বের সাথে তাদের জ্ঞান এবং দক্ষতা ভাগ করতে চান।

যে সকল দক্ষতা থাকা দরকার -
সহজে কার্যকর উপায় সম্পর্কিত জ্ঞান প্রকাশ করার ক্ষমতা।

একটি ব্লগ শুরু করার জন্য প্রয়োজনীয় সময় -
প্রয়োজনীয় সময় আপনার দক্ষতা মাত্রা উপর নির্ভর করে যদি আপনি একজন বিশেষজ্ঞ হন তাহলে আপনি সহজেই কয়েক ঘন্টার মধ্যে একটি ব্লগ শুরু করতে পারেন।

এটি সম্পূর্ণ ভাবে শুরু করার জন্য, এক দিন বা দুই দিন মৌলিক বিষয় গুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

পরামর্শ -
1. আপনি এমন কিছু সম্পর্কে একটি ব্লগ শুরু করুন যে বিষয় সম্পর্কে আপনি সত্যিই ভাল জানেন।

উদাহরণস্বরূপ আপনি ভ্রমণ ভালবাসেন এবং আপনি অনেক জায়গা ভ্রমণ করেছেন তারপর একটি ভ্রমণ ব্লগ শুরু করুন।

2. সর্বদা একটি নির্দিষ্ট বিষয় আপনার ব্লগের সীমাবদ্ধ করার চেষ্টা করুন। এক ব্লগে একাধিক বিষয়ের সম্পর্কে কন্টেন্ট করবেন না।

উদাহরণস্বরূপ একটি ফ্যাশন ব্লগে রন্ধন টিপস সম্পর্কে লেখার কোন প্রয়োজন নেই।বরং এটি না করাই ভালো।

3.শুধুমাত্র একটি বিষয়ের জন্য একটি নির্দিষ্ট ব্লগ রাখুন।

4. আপনার পাঠকদের জন্য অনেক গুরুত্ব দিতে চেষ্টা করুন। আপনার পাঠক এর 'জীবন যাতে আপনার ব্লগের সাথে যুক্ত হয়ে যায় এমন কিছু সম্পর্কে লিখুন।

5. আপনার ব্লগ পাঠকদের কথা শুনুন। তারা কিরকম সমস্যাদির সম্মুখীন হয় সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। সর্বদা তাদের মন্তব্য উত্তর দিতে চেস্টা করুন।

6. আপনার ব্লগের সকল পাঠকদের প্রতিশ্রুতি দিন যাতে তারা বিশ্বাস করে আপনি তাদের সাথে সব সময় আছেন ।

7. আপনার ব্লগের কন্টেন্ট, শৈলী, ভয়েস, শ্রোতা, ইত্যাদি বিষয়ে বেশি গুরুত্ব দিন।

আপনি যা করতে যা পরিকল্পনা করছেন সে বিষয়ে লিখার আগে নিজেকে নীচের প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন:

*আমাকে সকলের থেকে আলাদা হতে হবে?
*আমার অনন্য পয়েন্ট কি?
*কেন আমি এটা করতে চাই?
8. আপনি আপনার ব্লগে এমন কিছু লিখবেন না যাতে আপনাকে পরবর্তিতে আপনাকে আফসোস করতে হয় তাই সব কিছু করার আগে কয়েকবার ভেবে নিবেন।

9. সব সময় এমনভাবে কিছু লিখতে চেস্টা করবেন সেটি যেন  অনন্য হয়।

কিভাবে আয় করবেন -

আপনি আপনার ব্লগের বিষয় সম্পর্কিত পণ্য বা পরিষেবাদিগুলির সুপারিশ করে আপনার ব্লগথেকে আয় করতে পারেন একটি তথ্যবহুল আর্টিকেল লিখে অথবা আপনার ব্লগের প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলিতে ব্যানার বিজ্ঞাপনের মাধ্যমে।

আপনি পন্য সম্পর্কিত বিষয়ে আর্টিকেল লিখে লোকদেরকে সেই পন্য কিনতে সুপারিশ করতে পারেন এবং তারা যদি সেই পন্য কিনে তাহলে কোম্পানি থেকে আপনি কমিশন নেওয়ার মাধ্যমে আয় করতে পারেন।

আরেকটি উপায় হল আপনি আপনার ব্লগে Google Adsense বিজ্ঞাপনগুলি স্থাপন করতে পারেন। এছাড়া আপনি যদি খুব পরিচিত হয়ে যান তাহলে বিভিন্ন কোম্পানি থেকে সরাসরি টাকা নিয়ে তাদের বিজ্ঞাপন আপনার ব্লগে দিয়ে টাকা আয় করতে পারবেন।

How to make money online: Part-1: Starting With YouTube Channel:
একটি ইউটিউব চ্যানেল চালু করা অনলাইন অর্থ উপার্জন করার সবচেয়ে সহজ উপায় এবং বিনিয়োগের প্রয়োজন নেই।

ইউটিউবে প্রতিদিন প্রায় 5 বিলিয়ন ভিডিও দেখা যায় যা ইন্টারনেটে তার শক্তি প্রমাণ করে।

PewDiePie (একটি ইউটিউব একাউন্ট) মালিক, ফেলিক্স Kjellberg, একক ইউটিউব চ্যানেল চালানোর মাধ্যমে 2015 সালে 12 মিলিয়ন ডলার অর্জন করেছে

আপনি যে সুযোগটি ইউটিউব বর্তমানে আমাদের প্রদান করেন তার উপর ভিত্তি করে আপনি যদি এই সাফল্যটি দেখতে পারেন!

যাদের জন্য উপযুক্ত -
এমন ব্যক্তি যারা ভিডিও তৈরি করতে পছন্দ করেন, যেমন ক্যামেরাটির সামনে কথা বলার মতো ক্ষমতা ও সাহস আছে, ডকুমেন্টারি বা ছোট্ট ছায়াছবি তৈরি করার ইচ্ছা শক্তি আছে।

যে দক্ষতা থাকা দরকার -
সফ্টওয়্যার সরঞ্জাম ব্যবহার করে একটি ভিডিও তৈরি বা আপনার মোবাইল ফোন বা ক্যামকডার ব্যবহার করে একটি ভিডিও রেকর্ড করার ক্ষমতা।

একটি YouTube চ্যানেল শুরু করার জন্য প্রয়োজনীয় সময় -
কার্যত আপনি মিনিটের মধ্যে শুরু করতে পারেন। আপনাকে YouTube.com পরিদর্শন করতে হবে, একটি চ্যানেল তৈরি করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে।

পরামর্শ -
1. একটি নির্দিষ্ট থিমের উপর একটি ইউটিউব চ্যানেল নির্মাণ করুন যেমন humor, tutorial, recipe, ইত্যাদি। শুধু একটি বিষয় সম্পর্কিত ভিডিও চ্যানেল তৈরি করবেন না।

উদাহরণস্বরূপ আপনি গ্যাজেটগুলি পছন্দ করলে আপনি একটি গ্যাজেট পর্যালোচনা চ্যানেল তৈরি করতে পারেন যেখানে আপনি সর্বশেষ গ্যাজেটগুলির পর্যালোচনা ভিডিওগুলি পোস্ট করতে পারেন এবং লোকেদের এটির জন্য তাদের জন্য উপযুক্ত পছন্দ কিনা তা নির্ধারণ করতে সহায়তা করে।

2. একটি থিম নির্বাচন করুন যা আপনি সত্যিই আগ্রহী। আপনার বিষয় সম্পর্কিত অন্যান্য ভিডিও বিশ্লেষণ করুন, দেখুন এই ভিডিওগুলি কতগুলি ভিউ পাবেন।

এটি আপনাকে আপনার থিমের মধ্যে কতজন আগ্রহী তা নিয়ে একটি পর্যালোচনা পেতে সহায়তা করবে।

3. এমন থিম নির্বাচন করুন যা দ্বারা বেশি খুঁজা হয়েছে।

4. আপনার থিম সম্পর্কিত বর্তমানে বিদ্যমান ভিডিওগুলির মধ্যে কোনো অনুপস্থিত ধারণা থাকলে দেখুন।

আপনি আরো দৃশ্যগুলি আনতে আপনার ভিডিওগুলিতে এই ধারণাকে আবরণ করতে পারেন।

5.  ভিডিওগুলিতে লোকেদের মন্তব্য করার জন্য বলুন, আপনার শ্রোতাদের আপনার কাছ থেকে লুকানো প্রত্যাশাগুলি শিখুন।

6. তারা আপনার ভিডিও এবং তারা কি না কি সম্পর্কে জানতে চান তা চেষ্টা করুন।

7. আপনার প্রতিযোগীদের(একই থিম এর উপর অন্য সকল চ্যানেল টিকে আপনার প্রতিযোগী মনে করে কাজ করুন) উপর নজর রাখুন এবং তাদের জন্য কাজ করা জিনিস মডেল করার চেষ্টা করুন। কিন্তু তাদের কপি করার চেষ্টা করবেন না, সবসময় আপনার স্বতন্ত্রতা বজায় রাখা।

8. সর্বদা আগের ভিডিও থেকে প্রতিটি নতুন ভিডিও উন্নত করার চেষ্টা করুন

9. অন্য ব্যবহারকারীদের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে কাজ করার চেষ্টা করুন যারা অনুরূপ কাজ করছেন।

তাদের কৌশল এবং মানসিকতা জানুন একসঙ্গে কাজ আপনার চ্যানেলের জন্য বিস্ময়কর কাজ করতে পারে।

10.যে জিনিসগুলি আপনি ভালবাসেন এবং আপনার জীবন উপভোগ করুন সেই বিষয় গুলো নিয়েই কাজ করুন।এতে আপনি বেশি লাভবান হতে পারবেন।

কিভাবে আয় করবেন -

ইউটিউবে আয়ের সাধারণ নিয়ম খুবই সহজ। আপনার ভিডিওগুলিতে যত বেশি ভিউ পাবেন, আপনি আরো অর্থ উপার্জন করবেন।

এর জন্য শুধু আপনার YouTube চ্যানেলের সেটিংসে আপনাকে Monitization option টি চালু  করতে হবে।


Wellcome To CDS BD 24.
আপনি যদি এডমোব দিয়ে আয় করতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য। কেননা আমি আজ আপ্নাদের শিখাব কিভাবে এডমোব একাউন্ট করতে হয়। এবং কিভাবে এড ইউনিট আইডি তৈরি করতে হয়।

শুরু করার আগে এডমোব সম্পর্ক এ কিছু কথা জানা থাকা ভালো।

*এডমোব হলো গুগল এর এডভার্টাইজিং প্লাটফরম।
*এখানে কাজ করতে হলে আপনাকে একটি ওয়েবসাইট অথবা এপ থাকতে হবে জাতে আপনি আপনার এড বসাবেন। (ঘাব্রাবার কোন কারন নেই আমি পরবর্তী পারট গুলোতে আপনাদের এপ বানানো শিখিয়ে দিব)
* আর এখানে কাজ করতে হলে অবস্যই নিজের এড গুলো নিজে দেখা যাবে না।

চলুন বেশি কথা না বারইয়ে দেখে নিই কিভাবে আপনি এডমোব একাউন্ট টি করবেন।

প্রথমে এখান থেকে AdMob এপ টি ডাউনলোড করে নিনঃ
AdMob Apk( google drive)

এর পর আপনার জি-মেইল দিয়ে লগিন করুন। এবং এপ এর মদ্ধে লগিন করার পর স্টেপ বাই স্টেপ কাজ গুলো করে নিন।

যে যে ইনফরমেশন গুলো চাইবে সব গুলো সঠিক ভাবে দিবেন।আর ঠিকানা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ভুল না হয়। কারন আপনার সব গুরুত্তপূর্ন ডকুমেন্টেশন গুলো গুগল থেকে চিঠির মাদ্ধ্যমে আপনার দেওয়া ঠিকানায় যাবে।

আপনাদের সুবিধার জন্য নিচে ভিডিও দিয়ে দিলাম দেখেনিনঃ

আজকের পার্ট এ পরজন্তই। পরের পার্ট এ আমরা শিখব কিভাবে খুব সহজে এন্ড্রয়েড ফোন দিয়ে ই আপনি এপ তৈরি করবেন এবং তাতে এডমোব এড বসাবেন।

পোস্ট সম্পর্কিত আপনার যেকোনো মতামত নিচে কমেন্ট বক্স এ জানান। আশাকরি আপনাদের সব সমস্যার সমাধান দিতে পারব।

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget