CDS BD 24

Your Desired Everything Is Here

Latest Post

ইসলামের দৃস্টিতে আত্বহত্যা এবং তার শাস্তির বিধানঃ

আজকে আমি এইস এস সি পরিক্ষার্থী দের জন্য আমার এই পোস্ট টি লিখলাম। তোমরা যারা  পরিক্ষার্থী তারা এই পোস্ট টি অবস্যই পরবে এবং তোমাদের বন্ধু বান্ধব দের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা চল জেনে নেওয়া যাক ইসলামের দৃস্টিতে আত্বহত্যা এবং সে বিষয়ে ইসলামের শাস্তির বিধান কি? আশা করি এটি তোমাদের মদ্ধ্যে যারা  মুসলিম আছ তাদের একটু হলেও সুবোধ হবে।

১.আত্মহত্যার পরিণামে কঠোর শাস্তির বর্ণনা দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন,

‘তোমরা নিজেদের হত্যা কোরো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে অগ্নিতে দগ্ধ করব; এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সূরা আন-নিসা, আয়াত: ২৯-৩০)

২.আত্মহত্যার ভয়ানক পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

‘যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করে, সে জাহান্নামের মধ্যে সর্বদা ওইভাবে লাফিয়ে পড়ে নিজেকে নিক্ষেপ করতে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, সে-ও জাহান্নামের মধ্যে সর্বদা ওইভাবে নিজ হাতে বিষ পান করতে থাকবে। আর যেকোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্র থাকবে, যা দ্বারা সে সর্বদা নিজের পেট ফুঁড়তে থাকবে।’ (বুখারি ও মুসলিম)

৩.নবী করিম (সা.) আত্মহত্যার শাস্তি ঘোষণা করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন,

‘কোনো ব্যক্তি যেই জিনিস দ্বারা আত্মহত্যা করে, কেয়ামতের দিন তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি ফাঁস নিয়ে আত্মহত্যা করে, সে দোজখে অনুরূপভাবে নিজ হাতে ফাঁসির শাস্তি ভোগ করতে থাকবে। আর যে বর্শা ইত্যাদির আঘাত দ্বারা আত্মহত্যা করে, সে দোজখেও সেভাবে নিজেকে শাস্তি দেবে।’ (নাসাঈ, তিরমিজি)

৪.আত্মহত্যার প্রতিফল সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

 ‘তোমাদের পূর্ববর্তী লোকদের এক ব্যক্তি আহত হয়ে সে ব্যথা সহ্য করতে পারেনি। সে একটি ছুরি দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। এরপর রক্তক্ষরণে সে মারা যায়। এ ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন, ‘আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়া করে ফেলেছে। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।’ (বুখারি ও মুসলিম)

৫.আত্মহত্যা সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে,

‘তোমরা নিজের হাতে নিজেদের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ কোরো না।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৯৫)

SSC ও HSC-তে কত পয়েন্ট থাকলে কোন
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া যাবে?

► ঢাকা বিশ্ববিদ্যালয়
Arts = 7.00
Commerce = 7.50
Science =8.00

► জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Arts = 7.50
Commerce =8.50
Science =8.50

► জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Arts = 6.00-8.50
Commerce =6.00-8.50
Science = 7.00-8.50
*জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Subject-এর উপর
GPA পরিবর্তন
হয়।

► রাজশাহী বিশ্ববিদ্যালয়
Arts =7.50
Commerce =7.5
Science =8.50

► চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Arts =5.25-6.75
Commerce =5.25-6.75
Science =5.25-6.75
**চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক GPA গননা করা
হয়।

► বরিশাল বিশ্ববিদ্যালয়
Arts =6.00
Commerce =6.50
Science =7.00

► ইসলামী বিশ্ববিদ্যালয়
Arts =6.50
Commerce =6.75
Science =7.00-7.50

► কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Arts = 6.50
Commerce =7.00
Science =7.00

► জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
Arts =6.00-6.50
Commerce =6.50
Science =6.50-7.00
**জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
Unit ভিত্তিক
GPA গননা করা হয়।

► বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
Arts = 6.50-7.00
Commerce =6.50-7.50
Science =6.50-7.50
**বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক
GPA গননা করা
হয়।

► খুলনা বিশ্ববিদ্যালয়
Arts = 7.00-8.00
Commerce =7.00-8.00
Science =7.00-8.00
**খুলনা বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক GPA গননা করা
হয়।

► সরকারী মেডিকেল
SSC and HSC = 9.00
*তবে SSC ও HSC – তে সর্বনিম্ন 3.50 পেতে
হবে।

► বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)
SSC and HSC = 10.00
*তবে আবেদনকারীদের মধ্যে SSC ও HSC –
এর GPA-এর
ভিত্তিতে সর্বমোট ৮৫০০ জনকে ভর্তি
পরীক্ষায়
অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

► SUST A ইউনিটে আবেদন করার জন্য এইচ এস
সি/সমমান ও এস
এস সি / সমমান উভয় পরীক্ষাতে নুন্যতম জিপিএ ৩
সহ মোট ৬.৫
পেতে হবে ।
~B ইউনিটে আবেদন করার জন্য এইচ এস সি /
সমমান ও এস এস সি
পরীক্ষাতে নুন্যতম জিপিএ ৩ সহ মোট ৭ থাকতে
হবে

পোস্ট টি শেয়ার করে তোমাদের সকল বন্ধু দের জানার সুযোগ করে দাও।এছাড়া এডমিশন বিষয়ে আরো তথ্য পেতে আমাদের ব্লগ টি সাবস্ক্রাইব করে রাখতে পার।

HSC PHYSICS 2nd Paper final suggestion 100% common
#তাপগতিবিদ্যা
★প্রথম সুত্র,অন্তঃস্থ শক্তি ★কার্নো, ★দক্ষতা,★এনট্রপি
#স্থিরতড়িৎ
★ প্রাবল্য ★বিভব ★ধারকত্ব (শক্তি,)
#চলতড়িৎ
★রোধ তাপীয় ক্রিয়া, ★হুইস্টন ব্রীজ, ★সার্কিট

#তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া

★হল প্রভাব, ★বিয়ো স্যাভার্য সুত্র(কূণ্ডলী,লম্বা তার)

#তাড়িতচৌম্বকীয় আবেশ
 ★ট্রান্সফরমার, ★শীর্ষমান ও মূল গড় বর্গমান

#জ্যামিতিক আলোকবিজ্ঞান

 ★জটিল অনুবিক্ষণ যন্ত্র★প্রিজম, ★লেন্স তৈরির সমীকরণ, ★দূরবীক্ষণ

#ভৌত আলোকবিজ্ঞান
★ইয়ং এর দ্বী চির, ★ডোরা ব্যাবধান,প্রস্থ
★সুত্রাবলী পড়ো

#আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

★কাল দীর্ঘায়ন ★ভরের আপেক্ষিকতা  ★দৈর্ঘ সংকোচন,★সুচক কমাংক ও কার্যপেক্ষক ★শক্তি

#পরমাণু মডেল
★ তেজস্ক্রিয়তার main সুত্র
★অবক্ষয় ধ্রুবক★গড় আয়ু★অর্ধায়ু(সম্পর্ক)

#সেমিকন্ডাক্টর

★প্রবাহ মান★গুণক★লজিগ গেট


Earn with admob: Part-2: Create apps and place admob ads by android or PC:
আজকে আমরা এডমোব দিয়ে আয়ের ২য় পর্ব নিয়ে অর্থাত্ কিভাবে আপনি এন্ড্রয়েড বা পিসি ব্যাবহার করে এপ বানাবেন এবং তা সম্পুর্ন কোডিং ছাড়া।

তো আজকের পর্ব শুরু করার আগে যারা আগের পর্ব এখনো দেখেন নি তারা এখান থেকে দেখে নিনঃ
earn with admob part-1: perfect way to create admob account and ads unite

এখন আমরা দেখব কিভাবে এন্ড্রোয়েড কিংবা পিসি দিয়ে সম্পুর্ন কোডিং ছাড়া এপ তৈরি করতে হয় এবং তাতে এডমোব এডস বসিয়ে আয় করতে হয়।

প্রথমে আপনি যদি এন্ড্রোয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে প্লেস্টোর থেকে puffin browser টি ডাউনলোড করে নিতে হবে। পিসি ইউজার রা যেকোনো ব্রাউজার ব্যাবহার করতে পারেন।

এরপর আপনাকে www.gold.appybuilder.com /beta.thunkable.com /appinventor.com/ এই সাইট গুলোর যেকোনো একটি উপেন করে নিতে হবে।

এর পর সেখানে দেওয়া বিভিন্য টেম্পলেট ড্র‍্যাগ-ড্রপ করে আপনাকে এপ এর মডেল তৈরি করতে হবে।

শুধু লিখে এপ তৈরি বুঝানো সম্ভব হবে না তাও আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের সাহায্ করার জন্য।

এপ  তৈরি করতে কোন সমস্যা হলে কমেন্ট করুন।যদি ভিডিও টিউটোরিয়াল লাগে বলবেন।

সবাইকে ধন্যবাদ

[App Review]All BD Online Schools- Learn in an advanced Way:

আজকের পোস্ট টি বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রী দের জন্য খুব উপকারি কারন আমি আজকে এমন একটি এপ এর সাথে পরিচয় করিয়ে দেব যার সাহায্যে

শিক্ষার্থী রা ঘরে বসেই বাংলাদেশি বিখ্যাত সব অনলাইন স্কুল গুলুতে নিজেদের সমস্যাদির সহজ সমাধান খুঁজে পাবে।

প্রথমেই এখান থেকে এপ টি ডাউনলোড করে নিনঃ
All BD Online Schools

এখন আসি এপ টি দিয়ে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেই বিষয়েঃ

*এপটিতে রয়েছে বাংলাদেশর সকল ভালো সব অনলাইন স্কুল এর লিস্ট ।

*এখান থেকে আপনি প্রতিদিন হাজারো ধরনের শিক্ষা উপকরন এর সাথে পরিচিত হতে পারবেন।

*এখান থেকে আপনি আপনার সমস্যার বিষয়ের উপর অনেক ভিডিও ও অডিও টিউটোরিয়াল পাবেন।

* নানা ধরনের শর্ট টেকনিক পাবেন যাতে আপনার পড়া সহজেই মনে থাকবে।

* পড়া লেখা সম্পর্কিত সকল ধরনের সহযোগী উপাদান পেতে এপটি আপনাকে সাহায্য করবে।

তাই এখনি এপটি ডাউনলোড করে রাখুন আপনাদের ই কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।

HSC Physics final suggestion 100% common.
শুধু গ এবং ঘ নং উত্তরের জন্য। নিচে দেওয়া প্রত্যেকটি বোর্ডের প্রশ্নের উত্তর গুলো ভালো ভাবে করতে হবে।

২য় অধ্যায়ঃ

ঢাকা-২০১৫,২০১৭
চট্টগ্রাম- ২০১৬,২০১৭
সিলেট-x
বরিশাল-২০১৬
রাজশাহী-x
দিনাজপুর-x
যশোর-২০১৭
কুমিল্লা-x

৩য় অধ্যায়ঃ

ঢাকা-২০১৫
চট্টগ্রাম-২০১৫
সিলেট-২০১৭
বরিশাল-২০১৫,২০১৬
রাজশাহী-২০১৬,২০১৭
দিনাজপুর-২০১৭
যশোর-x
কুমিল্লা-২০১৭

৪র্থ অধ্যায়ঃ

ঢাকা-2016
চট্টগ্রাম-2015,2016
সিলেট-2017
বরিশাল-x
রাজশাহী-2016,2017
দিনাজপুর-2017
যশোর-2017
কুমিল্লা-x

৫ম অধ্যায়ঃ


ঢাকা-2016
চট্টগ্রাম-2017
সিলেট-2015
বরিশাল-x
রাজশাহী-x
দিনাজপুর-2017
যশোর-x
কুমিল্লা-

৬ষ্ঠ অধ্যায়ঃ

ঢাকা-2015,2017
চট্টগ্রাম-2016
সিলেট-2017
বরিশাল-2017
রাজশাহী-x
দিনাজপুর-2016,2017
যশোর-2017
কুমিল্লা-2016,2017

৭ম অধ্যায়ঃ

ঢাকা-2015,2016
চট্টগ্রাম-2016
সিলেট-2016,2017
বরিশাল-2015,2016
রাজশাহী-2016
দিনাজপুর-2017
যশোর-x
কুমিল্লা-x

৮ম অধ্যায়ঃ

ঢাকা-x
চট্টগ্রাম-x
সিলেট-x
বরিশাল-x
রাজশাহী-x
দিনাজপুর-x
যশোর-x
কুমিল্লা-x

৯ম অধ্যায়ঃ

ঢাকা-x
চট্টগ্রাম-2015,2017
সিলেট-2015,2017
বরিশাল-2016,2017
রাজশাহী-2017
দিনাজপুর-2015
যশোর-x
কুমিল্লা-x

১০ম অধ্যায়ঃ

ঢাকা-2015
চট্টগ্রাম-2015,2017
সিলেট-2017
বরিশাল-2017
রাজশাহী-x
দিনাজপুর-2016
যশোর-x
কুমিল্লা-2017

how to earn money online: Part-4:Create Niche Websites:


What is niche website?

Niche Website হলো একটি ছোট্ট ওয়েবসাইট যা একটি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয় যা লক্ষ্যকারী দর্শকের জন্য দরকারী ও আকর্ষণীয় উভয় বিষয়ের সাথে প্রাসঙ্গিক সমস্ত তথ্য গুলো শেয়ার করে।

একটি niche website কয়েক পৃষ্ঠা বা এমনকি পাতা শত শত কুপন আকারের উপর নির্ভর করে হতে পারে।

Suitable For - 

1. একটি বড় ডোমেইন মধ্যে একটি খুব নির্দিষ্ট বিষয় একটি বিষয়ে যাদের আগ্রহ আছে ।

উদাহরণস্বরূপ যোগব্যায়ামের মতো বড় একটি ডোমেনে, আপনি নির্দিষ্ট উপ-ডোমেন নির্বাচন করতে পারেন যেমন 'ওজন কমানোর জন্য যোগব্যায়াম'।

2. যারা কথা বলতে, লিখতে, ব্যাখ্যা করতে এবং ব্যাখ্যা করার ক্ষমতা রাখে।

Skills Required - 

1. ওয়ার্ডপ্রেস, ব্লগার বা অন্যান্য উপলব্ধ সফটওয়্যার এবং সরঞ্জাম ব্যবহার করে নির্দিষ্ট উপ ডোমেইন উপর ভিত্তি করে নিছের ওয়েবসাইট তৈরি করার ক্ষমতা।

সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করে কৌতুক ওয়েবসাইট প্রচারের ক্ষমতা। 

Time Required For Starting A Niche Website -

আপনি একটি দিন ভিতরে একটি নিছি ওয়েবসাইট শুরু করতে পারেন। কিন্তু ওয়েবসাইটের জন্য একটি ভাল কন্টেন্ট তৈরি করতে অনেক সময় সময় নিতে পারেন।

Tips -

1. আপনি অনেক Niche সাইটের ধারণাগুলি লিখতে পারেন, উপ-ডোমেন ব্যবহার করে যা আপনাকে সর্বাধিক আগ্রহ সৃস্টি করে।

2. নিম্নোক্ত প্রশ্নের জবাব পাওয়ার উপর ভিত্তি করে আপনার ধারণাটি লিখা শুরু করুন:
  • আপনার নিছি শ্রোতাদের চাহিদা কি?
  • আপনার শ্রোতা নিছি সংক্রান্ত পণ্য ক্রয়ের জন্য টাকা খরচ জন্য আগ্রহী কি না?
  • আপনি আপনার সাইটে যে পণ্যের পর্যালোচনা করছেন সে বিষয়ে একাধিক পণ্য আছে কি না?
  • 50% কমিশন প্রদান করবে এমন অ্যাফিলিয়েট প্রোগ্রাম নির্বাচন করুন?
  • আপনার বিনিয়োগ বাজেট কত?
3. 1000 শব্দ ধারণকারী সমৃদ্ধ বিষয়বস্তু অন্তত 10 বিষয়ে নিবন্ধ তৈরি করুন, এই নিবন্ধগুলি আপনার লক্ষ্যপূর্ণ শ্রোতাররা মান প্রদান করবে।

4. অন্তত ২ টি এফিলিয়েট প্রোগ্রামের জন্য সাইন আপ করুন যা 50% কমিশনের সাথে আপনার কয়েনের সাথে সম্পর্কিত পণ্যগুলি অফার করে।

5. কিওয়ার্ড গবেষণা করুন এবং কমপক্ষে 15-20টি নিখরচায় প্রাসঙ্গিক অনুসন্ধান পদগুলি সন্ধান করুন এবং তাদের জন্য আপনার সাইটকে সাবমিট করার চেষ্টা করুন।

6. আপনার নিছিতে কর্তৃপক্ষ ব্লগের মালিকদের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করুন এবং গেস্ট ব্লগিং সুযোগ সন্ধান করুন।

How To Monetize - 

আপনার সাইটের কন্টেন্ট এবং সাইডবারে অধিভুক্ত লিঙ্ক স্থাপন করে আপনার নিছি ওয়েবসাইটের বিষয় প্রাসঙ্গিক পণ্য প্রচার করুন।

এসইও, ফোরাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং পেইড বিজ্ঞাপনগুলি করে আপনার সাইটে আরও দর্শক পেতে চেষ্টা করুন।

যত বেশি মানুষ আপনার নিছি সাইট পরিদর্শন এবং আপনার অধিভুক্ত লিঙ্ক এর মাধ্যমে পণ্য কিনবে, তত বেশি অর্থ আপনি আয় করতে পারবেন।

প্রতিটি সাইটের সঙ্গে আরো 10 নিছি ওয়েবসাইট তৈরি করে সংযোগ করে রাখুন এতে আপনার যে সাইট থেকে $ 500 অধিভুক্ত কমিশন পেতেন সেখানে এক মাসে $ 5000  আয় হতে পারে


MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget