Your Desired Everything Is Here

এইচএসসি পরীক্ষা - ২০১৮ বাংলা ২য় পত্র - সাজেশন্স।(100% কমন পরবে)

hsc suggestion,hsc suggestions,hsc bangla 2nd paper suggestion,hsc bangla 2nd paper suggestions,bangla 2nd paper final suggestion,


বাংলা ১মম পত্রে mcq উত্তর যত দেরি করবে তত নিখুদ পাবে। তাই উত্তরের জন্য অপেক্ষা না করে ২য় পত্রের জন্য ভাবো।   যে ভুলটা ১ম পত্রে হইছে সেটা ২য়পত্রে যেনো না হয়।

ব্যাকরণ (৬টি থেকে ৬টি.
.
#বাংলা উচ্চারণের নিয়ম
* ১। বাংলা ভাষায় বহুল ব্যবহৃত ৫টি শব্দের সঠিক উচ্চারণ লিখ।
* ২। বাংলা উচ্চারণের যে কোন ৫টি নিয়ম লিখ। (স্বরধ্বনি/ব্যাঞ্জনধ্বনি)
৩। উদাহরণসহ ‘এ’ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লিখ।


#বাংলা বানানের নিয়ম
* ১। যে কোন ৫টি শব্দের শুদ্ধ বানান লিখ।
* ২। বাংলা একাডেমি প্রমিত আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ।
৩। বাংলা বানানে ই কার/উ কার ব্যবহারের ৫টি নিয়ম উদাহরণসহ লিখ।

#ব্যাকরণিক শব্দশ্রেণি
* ১। অনুচ্ছেদ থেকে ৫টি বিশেষ্য/বিশেষণ চিহ্নিত করে বাক্যে প্রয়োগ দেখাও।
* ২। বিশেষ্য ও বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ প্রকারভেদ বর্ণনা কর।
* ৩। ব্যাকরণিক শব্দশ্রেণি কী? এর শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
৪। ক্রিয়াপদ কাকে বলে? শ্রেণিবিভাগ কর। উদাহরণসহ ক্রিয়া বিশেষণের
প্রকারভেদ আলোচনা কর।

#শব্দ গঠন
১। ব্যাসবাক্যসহ কতিপয় সমাস নির্ণয় কর ঃ (বোর্ড প্রশ্নসমূহ)
২। প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর ঃ (বোর্ড প্রশ্নসমূহ)
৩। উপসর্গ কাকে বলে? ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা
আছে’' আলোচনা কর।
৪। শব্দ গঠন কাকে বলে? কী কী উপায়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয়?

#বাক্য ও বাক্যতত্ত্ব
১। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা প্রয়োজন?
আলোচনা কর।
২। অর্থ ও গঠন অনুসারে বায়লা বাক্যের প্রকারভেদ আলোচনা কর।
৩। বাক্যান্তর কী? প্রশ্নের নির্দেশনা অনুসারে বাক্যান্তর করঃ (বোর্ড প্রশ্নসমূহ)

#অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
১। প্রশ্নোল্লিখিত শব্দগুলো শুদ্ধ করে লিখ ঃ (বোর্ড প্রশ্নসমূহ)
২। প্রশ্নোল্লিখিত বাক্যগুলো শুদ্ধ করে লিখ ঃ (বোর্ড প্রশ্নসমূহ)
* ৩। অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর ঃ (বোর্ড প্রশ্নসমূহ)

সারাংশ - সারমর্ম / ভাবসম্প্রসারণ (যে কোন ১টি)
..
#সারাংশ
*** ১। কোন সভ্য জাতিকে অসভ্য ------ আবশ্যকতা নেই।
*** ২। শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ কর ------ সংসার কর্মক্ষেত্র।
*** ৩। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকিলে --------- হবে না।

*** ৪। মানুষের মূল্য কোথায়? চরিত্র -- নেই।
*** ৫। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে ----- খুজলেই নয়।
*** ৬। তুমি জীবনকে স্বার্থক সুন্দর ------ হইয়া উঠিবে।
** ৭। খুব ছোট ছিদ্রের ------ উৎস / মানুষের সুন্দর মুখ ---- নয়।
** ৮। জাতি শুধু ঐশ্বর্য-সম্ভার ------ সাহিত্যিকদের।
#সারমর্ম:


*** ১। দৈন্য যদি আসে আসুক ------ দুহাত বাড়াস।
*** ২। স্বাধীনতা স্পর্শমনি ------- আখ্যা দানে বীর।
*** ৩। এসেছে নতুন শিশু,----/ কোথায় স্বর্গ, কেথায় নরক ---
*** ৪। তরুতলে বসে পান্থ শ্রান্তি ---------- তরুর মতন।
*** ৫। বহুদিন ধরে বহুক্রোশ ঘুরে ------------ শিশির বিন্দু।
** ৬। শৈশবে সদুপদেশ যাহার না রোচে, ------ ফিরে?
** ৭। ক্ষমা যেথা ক্ষীণ দূর্বলতা,-----/ বিশ¡জোড়া পাঠশালা মোর ----।


#ভাবসম্প্রসারণ:

১. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
২. অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৩. দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার।
৪. স্বার্থমগ্ন যে জন বিমুখ; বৃহৎ জগৎ হতে, সে কখনও শিখেনি বাঁচিতে।
৫. স্বদেশের উপকারে নেই যার মন, কেবলে মানুষ তারে পশু সেইজন।
৬. সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা।
৭. দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য/ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ।
**

১. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত / দুঃখের মতো পরশপাথর আর নেই।
২. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেনো ঝলসানো রুটি।
৩. প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
৪. আপনারে লয়ে বিব্রত রহিতে... ..., প্রত্যেকে আমরা পরের তরে।
৫. রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

সংলাপ / ক্ষুদে গল্প লিখন (যে কোন ১টি)

#সংলাপ

১. পরীক্ষার প্রস্তুতির সম্পর্কে দুই সহপাঠীর মধ্যে সংলাপ।
২. সাম্প্রতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
৩. সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
৪. দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি নিয়ে দুই সহকর্মীর মধ্যে সংলাপ।
৫. ভবিষ্যত জীবনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
৬. শিক্ষা সফর / বই মেলা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ।

৭। মাদকাসক্তি ও ধুমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।
৮। সামাজিক অবক্ষয় / ইভটিজিং

বিষয়ে ছাত্র-শিক্ষকের মধ্যে সংলাপ।
ক্ষুদে গল্প লিখন
১. একজন মুক্তিযোদ্ধা
২. একতাই বল / বিপদে বন্ধুর পরিচয়
৩. রক্তঝরা ফেব্রুয়ারি/বিজয় দিবস
৪. দেশত্ববোধ
৫. স্মরণীয় যারা চিরদিন
৬.ডিজিটাল বাংলাদেশ
৭. সততার পুরস্কার / মিথ্যাবাদী রাখাল

#রচনা

১। দেশপ্রেম
২। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৩। দৈনন্দিন জীবনে বিজ্ঞান/মানব কল্যানে বিজ্ঞান/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/ডিজিটাল বাংলাদেশ
৪। কম্পিউটার
৫। মুক্তিযুদ্ধ

(বি দ্রঃ রচনায় পয়েন্ট বেশি দিবা।  তোমার কাজ পয়েন্ট মুখস্থ করে রাখা।  যেভাবেই হোক ১৫/২০ টা পয়েন্টা দেওয়ার চেস্টা করিও।  তাহলে তোমার নাম্বার কাটার যায়গা পাবে না। আর এটাই আসল রহস্য রচনায় নাম্বার পাওয়ার)




লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget